সামনে সামনে এগিয়ে যা
খুশিতে গান গেয়ে যা
এ-জীবনটা তোর দেশেরই
তুই দেশের জন্য দিয়ে যা॥
কেন, মরার আগে মরবি বল ?
শত্রুকে দু’পায়ে দল্
দেশের শক্তি বাড়িয়ে যা॥
সাহস যে তোর বুকের মাঝে
ঈশ্বর যে তোর সঙ্গে আছে
সামনে যদি কেউ আসে
তাকে ধুলায় মিশিয়ে যা॥
চলো দিল্লী’ — ডাক দিয়ে
দেশের পতাকা হাতে নিয়ে
লাল কেল্লার’ উপরে
উড়িয়ে যা, উড়িয়ে যা॥
. *************************
নেতাজীর জন্ম শতবর্ষ উপলক্ষে, আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রাম সিং ঠাকুর-এর লেখা ও
সুরারোপিত “কদম কদম বড়ায়ে যা” গানটির বঙ্গানুবাদ – শিবদাস বন্দ্যোপাধ্যায়
বঙ্গানুবাদ পরিবেশন করেছিলেন – ক্যালকাটা ইউথ কয়্যার
Leave a Reply