কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম
নিরবধি জাগিছে অন্তরে |
পুরুবে আছিল ভাগি তেঞ্চি পাইয়াছি লাগি
প্রাণ কান্দে বিচ্ছেদের তরে ||
কালিয়া বরণখানি আমার মাথার বেণী
আঁচরে ঢাকিয়া রাখি বুকে |
দিয়া চাঁদ-মুখে মুখ পুরিব মনের সুখ
যে বলে সে বলুক পাপ-লোকে ||
মণি নও মুকুতা নও গলায় গাঁথিয়া লও
ফুল নও কেশে করি বেশ |
নারী না করিত বিধি তোমা হেন গুণ-নিধি
লইয়া ফিরিতু দেশে-দেশ ||
নরোত্তম দাসে কয় তোমার চরিত্র নয়
তুমি মোরে না ছাড়িহ দয়া |
যেদিনে তোমার ভাবে আমার পরান যাবে
সেই দিন দিহ পদছায়া ||
পূর্ববর্তী:
« কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল
« কিছু কিছু উতপতি অঙ্কুর ভেল
পরবর্তী:
কিশোর বয়স কত বৈদগধি ঠাম »
কিশোর বয়স কত বৈদগধি ঠাম »
Leave a Reply