দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর |
দুহু ক নয়নে বহে আনন্দ-লোর ||
দুহু তনু পুলকুত গদ গদ ভাষ |
ঈষদবলোকনে লহু লহু হাস ||
অপরূপ রাধা-মাধব-রঙ্গ |
মান-বিরামে ভেল এক সঙ্গ ||
ললিতা বিশাখা আদি যত সখীগণ |
আনন্দে মগন ভেল দেখি দুহু জন ||
নিকুঞ্জের মাঝে দুহু কেলি-বিলাস |
দূরহি দূরে রহুঁ নরোত্তম দাস ||
পূর্ববর্তী:
« দুকাণ পাতিয়া ছিল এতক্ষণ বঁধু পথ পানে চাই
« দুকাণ পাতিয়া ছিল এতক্ষণ বঁধু পথ পানে চাই
পরবর্তী:
দূর দূর কলঙ্কিনী বলে সব লোকে গো »
দূর দূর কলঙ্কিনী বলে সব লোকে গো »
Leave a Reply