কিছু কথা দেয়া কিছু কথা নেয়া
মিছে ভুল বুঝে দূরে চলে যাওয়া
কী করে পারলে হে পাষাণী
এভাবে কাঁদালে আমাকে
ভুলে আছো কিভাবে আমাকে
ও পাষাণী…
ঝড় হয়ে এসে তুমি ভেঙে দিলে এ মন আমার
কী করে পারলে হে পাষাণী
যতদূরে থাকো তুমি শত আশা বুকে নিয়ে
পূরণ হবে না হে পাষাণী
মেঘ হয়ে এসে আমি চলে যাব বৃষ্টি হয়ে
তুমি কি জানবে হে পাষাণী
রোদ হয়ে আকাশেতে যত আলো আমি দেবো
তুমি পাবে না হে পাষাণী
—————
কণ্ঠ: এস আই টুটুল
সুর : আইয়ুব বাচ্চু
Leave a Reply