সবার দুখে দাঁড়াতে হবে
সবার কথা ভাবতে হবে
আরে, গতর খাটিয়ে বাঁচতে হবে
শক্তপোক্ত হতে হবে
তোমরা আজব গাঁয়ে আসতে যদি চাও |
কোন অন্ধকার হতে
কোন বন্ধ দ্বার থেকে
কোন দৃষ্টিহারা রাতে
কোন বৃষ্টি ঝরা প্রাতে
বলো শুধু, আছি আছি আমি আছি
তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে—–
—- আছি আছি আমি আছি
তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে
আছি আছি ভয় কী তোমার ?
কোন সূর্যি ওঠা ভোরে
কোন সন্ধ্যাতারার পারে
কোন সিন্ধু-পাড়া থেকে
কোন অচিন তারা থেকে
কোন সূর্যি ওঠা ভোরে
কোন সন্ধ্যাতারার পারে
কোন সিন্ধু-পাড়া থেকে
কোন অচিন তারা থেকে
কোন সূর্যি ওঠা ভোরে
বলো শুধু, আছি আছি আমি আছি
তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে—–
—— আছি আছি আমি আছি
তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে
আছি আছি ভয় কী তোমার ?
কোন ঝর্ণাধারার তলে
কোন শিপ্রা নদীর কূলে
কোন জ্যোত্স্নাধারার স্নানে
কোন আঁধার-বীণার তানে
কোন ঝর্ণাধারার তলে
বলো শুধু, আছি আছি আমি আছি
তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে—–
—– আছি আছি আমি আছি
তোমার সনে, তোমার মনে, তোমার প্রাণে
আছি আছি ভয় কি তোমার ?
—————
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : আজব গাঁয়ের আজব কথা
Leave a Reply