কাল খুশির তুফান উড়িয়ে আজ উদাস কেন
আজ উদাস কেন সহেলি আজ উদাস কেন,
এ রাতি পোহালে
তুমি যাবে গো চলে তবে আজ উদাস কেন ?
ঐ দেখ ফুটেছে কত তারা
ঐ দেখ চাঁদ রয়েছে তন্দ্রাহারা
বাতাসে আসছে ভেসে মাতাল করা সুবাসে
এ বাহুডোর বাঁধা আছে মোর, আজ উদাস কেন ?
ঐ দেখ হাসছে হাসনাহানা
ঐ দেখ বেল ঘোমটা খুলতে মানা
জোছনা পড়েছে পাশে তোমার পরশ আশে
ঐ আঁখিলোর বয়ে যায় মোর, আজ উদাস কেন ?
————–
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : হারমোনিয়াম
Leave a Reply