উদাসী বন্ধু জাগো
কোন অন্ধকার রাতে
কোন বন্ধ দ্বার হতে
হে উদাসী বন্ধু জাগো |
আঁধার পেরিয়ে চলা
না বলা কথার মালা
বেলা শেষের সুরে
পরাবো তোমার গলে
আঁধার পেরিয়ে চলা |
নীরব নিবিড় রাতে
কোন্ পাখী জাগানো প্রাতে
আমি গিয়েছি রিক্ত হাতে |
চলতে গেলে বাজে
আন্ মনা কোন সাঁঝে
আলোছায়ার তলে
ঐ সন্ধ্যাতারার কোলে
আঁধার পেরিয়ে চলা |
——————–
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : আঁধার পেরিয়ে
Leave a Reply