বন্ধু তোমার আসার আশাতে
বসে আছি সাঁঝ রাতে
রাত হল শেষ প্রভাতে
তবু তোমার দেখা হল না, হল না |
বন্ধু মাঝ দরিয়ায় দাঁড় টানি
একূল ওকূল না জানি
হালে আমি পাই না পানি
তবু তোমার দয়া হল না, হল না |
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই |
তুমি ডুব দিয়েছ অতলে
আমার জীবন করে বিফলে
এখন ভেসে বেড়াই দেশে দেশে ভাসি নয়ন জলে |
ছিল যে আকাশেরই চাঁদ
দেখি সে মরণেরই ফাঁদ
আমার সুখে সাধল বাঁধ বন্ধু
তবু আমার সুখে সাধল বাঁধ বন্ধু
তবু আমার মরণ হল না, হল না, হল না হল না—-
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই
তাইরে নাইরে তাইরে নাই |
আমি টানি দাঁড় এপারে
পাল তুলে দিই ওপারে
এখন এপার ওপার ওপার এপার হল একাকার |
বুঝি, শুনি বাঁশি কার
জানি যাওয়া হবে সার
ভাবি যাব কাছে তার, বন্ধু
তবু আমার যাওয়া হল না, হল না, হল না, হল না |
——————
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : এখনই
Leave a Reply