হে মদিনাবাসী প্রেমিক, ধর হাত মম।
জ্বলওয়া দেখালে দীল হরিলে শুধু হলে বেগানা;
হেসে হেসে সংসার কহে–দীওয়ানা এ দীওয়ানা॥
হে মদিনাবাসী প্রেমিক, ধরো হাত মম।।
দুখের দোসর কেউ নাহি মোর নাই ব্যথিত ব্যথার,
তোমায় ভুলে ভাসি অকূলে, পার করো সরকার॥
হে মদিনাবাসী প্রেমিক, ধরো হাত মম।।
বিরহের রাত একেলা কেঁদে হলো ভোর;
হৃদয়ে মোর শান্তি নাই, কাঁদে পরাণ মোর॥
হে মদিনাবাসী প্রেমিক, ধরো হাত মম।
Leave a Reply