দে জাকাত, দে জাকাত, তোরা দেরে জাকাত।
তোর দীল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত।।
দেখ পাক কোরান, শোন নবীজীর ফরমান–
ভোগের তরে আসেনিরে দুনিয়ায় মুসলমান
তোর একার তরে দেননি খোদা দৌলতের খেলাত।।
তোর দরদালানে কাঁদে ভুখা হাজারো মুসলিম,
আছে দৌলতে তোর তাদেরও ভাগ–বলেছেন রহিম,
বলেছেন রহমানুর রহিম, বলেছেন রসূলে করীম,
সঞ্চয় তোর সফল হবে, পাবিরে নাজাত।।
এই দৌলত বিভব -রতন যাবে না তোর সাথে,
হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে শবে-রাতে ;
এই জাকাতের বদলাতে পাবি বেহেশ্তি সওগাত।
Leave a Reply