ইসলামের ঐ বাগিচাতে ফুটলো দুটি ফুল।
শোভায় অতুল সে ফুল আমার আল্লা ও রসুল।।
যুগল কুসুম উজল রঙে
হৃদয় আমার উঠলো রেঙে,
খোশবুতে তা’র মাতোয়ারা মনের বুলবুল।।
ফুটলো যদি সে ফুল আমার খোশ-নসিবের ফলে,
জিন্দেগি ভর তা’রি মালা পরবো আমার গলে।
দুই বাজুতে তাবিজ ক’রে
খাড়া হব রোজ হাশরে,
বরকতে তার হব রে পার পুলসেরাতের পুল।।
Leave a Reply