সোজা পথে চল রে ভাই, ঈমান থেকো ধরে।
খোদার রহম মেঘের মতো ছায়া দেবে তোরে।।
তুমি বিচার করো না, কেউ করলে তোমার ক্ষতি;
এক সে বিচার-করনেওয়ালা ত্রিভুবনের পতি।
তোর ক্ষতির ডালে ধরবে মোতি তাঁর বিচারের জোরে।।
সকল সময় ধরে থেকো আল্লাহ নামের খুঁটি,
তিনি তোমার হেফাজতে দিবেন ক্ষুধার রুটি;
ইয়াকিন্-দীলে থেকো তুমি,দিবেন তোমায় তরে।।
Leave a Reply