মালা গাঁথা শেষ না হতে তুমি এলে ঘরে,
শূন্য হাতে তোমায় বরণ করব কেমন ক’রে?
লজ্জা পাবার অবসর মোর
দিলে না হে চঞ্চল, চোর,
সজ্জা-বিহীন মলিন তনু দেখলে নয়ন ভরে।।
বিফল মালার ফুলগুলি হায় কোথায় এখন রাখি,
ক্ষণিক দাঁড়াও, ঐ কুসুমে (তোমার) চরণ দু’টি ঢাকি।
(তোমার) চরণ দুটি ঢাকি।
আকুল কেশে পা মুছিয়ে
করব বাতাস আঁচল দিয়ে,
মোর নয়ন হবে আরতি-দীপ তোমার পূজার তরে।।
Leave a Reply