নিম ফুলের মউ পিয়ে ঝিম হয়েছে ভোমরা। মিঠে হাসির নূপূর বাজাও ঝুমুর নাচো তোমরা।। কভু কেয়া-কাঁটায়, কভু বাবলা-আঠায় বারে বারে ভোমরার পাখা জড়ায় গো–পাখা জড়ায় দেখে হেসে লুটিয়ে পড়ে ফুলের দেশের বউরা।। Category: নজরুলগীতিTag: কাজী নজরুল ইসলামপূর্ববর্তী:« নিখিল ঘুমে অচেতন সহসা শুনিনু আজানপরবর্তী:নিরজন ফুলবন এসো পিয়া »
Leave a Reply