নিশীথ রাতে ডাকলে আমায়
কে গো তুমি কে?
কাঁদিয়ে গেলে আমার মনের
বননভূমিকে।।
কে গো তুমি?
তোমার আকুল করুণ স্বরে
আজকে তারেই মনে পড়ে—
এমনি রাতে হারিয়েছি যে
হৃদয়-মণিকে।।
দুয়ার খুলে চেয়ে আছি
তারার পানে দূরে;
আর একটি বার ডাকো ডাকো
তেমন করুন সুরে।
একটি কথা শুনব বলে
রাত কেটে যায় চোখের জলে;
দাও সাড়া দাও, জাগিয়ে তোলো
আঁধার-পুরীকে।।
Leave a Reply