কুহু কুহু কুহু বলে মহুয়া-বনে।
মাধবী চাঁদ এলে পূব গগনে।
দুলে ওঠে বনান্তে,
আসিলে কে পান্থ,
তব পদধ্বনি অশান্ত হে
শুনি মম মনে।।
বাতায়নে প্রদীপ জ্বালি’
আসা-পথ চাহি,
প্রহর গণি, গান গাহি।
এলে আজি নিশীথে
দেখা দিতে তৃষিতে,
শুনি দশদিশিতে
বাঁশি তব ক্ষণে ক্ষণে।।
Leave a Reply