মর্ডান
দীপ নিভিয়াছে ঝড়ে
জেগে আছে মোর আঁখি।
কে যেন কহিছে কেঁদে
মোর বুকে মুখ রাখি’
‘পথিক এসেছ না কি’।।
হারায়ে গিয়াছে চাঁদ
জল-ভরা কালো মেঘে,
আঁচলে লুকায়ে ফুল
বাতায়নে আছি জেগে,
শূন্য গগনে দেয়া
কহিতেছে যেন ডাকি’
‘পথিক এসেছ না কি’।।
ভাঙিয়া দুয়ার মম
কাড়িয়া লইতে মোরে–
এলে কি ভিখারি ওগো
প্রলয়ের রূপ ধ’রে?
ফুরাইয়া যায় বঁধূ
শুভ-লগনের বেলা
আনো আনো ত্বরা করি’
ওপারে যাবার ভেলা।
‘পিয়া পিয়া’ ব’লে বনে
ঝুরিছে পাপিয়া পাখি
‘পথিক এসেছ না কি’।।
Leave a Reply