বহে শোকের পাথার আজি সাহারায়।
‘নবিজী নাই’–উঠলো মাতম মদিনায়।।
আঁখি-প্রদীপ এই ধরণীর
গেল নিভে, ঘিরিল তিমির;
দ্বীনের রবি মোদের নবী চায় বিদায়।
সইলো নারে বেহেশতি দান দুনিয়ার।।
না পুরিতে সাধ আশা,
না মিটিতে তৌহিদ-পিপাসা,
যায় চলে দ্বীনের শাহানশাহ, হায় রে হায়!
সেই শোকেরই তুফান বহে লু-হাওয়ায়।।
বেড়েছে আজ দ্বিগুণ পানি
দজলা ফোরাত নদীতে,
তুর ও হেরা হেরা পাহাড় ফেটে
অশ্রু-নিঝর বয়ে যায়।।
ধরার জ্যোতি হরণ করে
উজল হল ফের বেহেশত;
কাঁদে পশু-পাখি ও তরু-লতায়,
সেই কাঁদনের স্মৃতি দোলে দরিয়ায়।।
Leave a Reply