মরু সাহারা আজি মাতোয়ারা।
হলেন নাজেল তাহার দেশে খোদার রসুল—
যাঁহার নামে যাঁহার ধ্যানে
সারা দুনিয়া দীওয়ানা প্রেমে মশগুল।।
যাঁহার আসার আশাতে অনুরাগে
নীরস খর্জুর তরুতে রস জাগে,
তপ্ত মরু, ‘পরে খোদার রহম ঝরে,
হাসে আকাশ পরিয়া চাঁদের দুল।।
ছিল ত্রিভুবন যাঁহার পথ চাহি,
এল রে সে নবী ‘ইয়া উম্মতি’ গাহি’
যতেক গুমরাহে নিতে খোদার রাহে
এল ফুটাতে দুনিয়াতে ইসলামী ফুল।।
Leave a Reply