আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়।
মোহাম্মদের নাম হবে মোর
(ও ভাই) নদী-পথে পুবান বায়।।
চার ইয়ারের নাম হবে মোর সেই তরণীর দাঁড়;
কলমা শাহাদতের বানী হাল ধরিবে তার।
খোদার শত নামের গুন টানিবি
(ও ভাই) নাও যদি না যেতে চায়।।
মোর নাও যদি না চলিতে দেয় সাহারার বালি,
মরুভুমে বান ডাকাব, পানি দিব ঢালি’
চোখের পানি দিব ঢালি’
তাবিজ হয়ে দুলবে বুকে কোরান, খোদার বানী;
অাধার রাতে ঝড়-তুফানে আমি কি ভয় মানি!
আমি তরে যাব রে
তরী যদি ডুবে তারে না পায়।।
Leave a Reply