আমার সুরের ঝর্ণা-ধারায় করবে তুমি স্নান।
ওগো বধূ, কন্ঠে আমার তাই ঝরে এই গান।।
কেশে তোমার পরলে বালা
তাই গাঁথি এই গানের মালা,
তোমার টানে ভাব-যমুনায় তাই ঝরে এই গান।।
আমার সুরের ইন্দ্রাণী গো, উঠবে তুমি বলে
নিত্য বানীর সিন্ধুতে মোর মন্থন তাই চলে।
সিংহাসনের সুর-সভাতে
বসবে রানীর মহিমাতে,
সৃজন করি সেই গরবে সুরের পরীস্হান।।
Leave a Reply