গজল
দূর বনান্তের পথ ভুলি কোন্ বুলবুলি
বুকে মোর আসিলি, হায়!
হায় আনন্দের দূত যে তুই, তবু তোর চোখে
কেন জল কি ব্যথায়।।
কোথা দিই ঠাঁই তোরে ওরে ভীরু পাখি,
বেদনাময় আমার ও প্রাণ ,
এ মরুতে নাই তরু, নাই তোর তৃষ্ণার তরে
জল যে হেথায়।।
নিকুঞ্জে কার গাইতে গেলি গান,
বিঁধিল বুক কণ্টকে ;
হায় পুড়িয়া বৈশাখে এলি ভিজিতে
অশ্রুর বরষায়।।
Leave a Reply