বেহাগ মিশ্র – দাদরা
আমি দেখন-হাসি
আমায় দেখলে পরে হাসতে হাসতে
পেয়ে যাবে কাশি॥
আমি হাসির হাঁসলি ফিরি করি,
এলে আমার হাসির দেশে
বুড়োরা সব ছোঁড়া হয়, হেসে
ছোঁড়ারা যায় টেঁসে!
আমার হাঁস-খালিতে বাড়ি
আমি হাসনুহানার মাসি॥
এলে আমার হাসির হেঁসেলে,
তার হাঁসফাঁসানি লেগে
অন্তে শুধু দন্ত থাকে
শরীরটা যায় ভেগে!
আমি পাতিহাঁসির আন্ডা বেচি,
আর হাসির ময়দা থাঁসি॥
সেদিন পথে যাচ্ছিল সব রাজার হাতি উট
আমায় দেখে হাসতে হাসতে চোঁ চাঁ দিলে ছুট,
হেসে পালায় দড়ি ছিঁড়ে মটরু মিয়াঁর খাসি॥
পূর্ববর্তী:
« আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
« আমি ‘মদিনা’ মহারাজার মেয়ে, সকলের জানা আছে
পরবর্তী:
আমি ময়নামতীর শাড়ি দেব চলো আমার বাড়ি »
আমি ময়নামতীর শাড়ি দেব চলো আমার বাড়ি »
Leave a Reply