খাম্বাজ – লোফা
তোমায় আমায় ও প্রেয়সী
মিল খেয়েছে, রাজ-যোটক।
আমি যেন গোদা চরণ
তুমি তাহে বিস্ফোটক॥
আমি কুমড়ো তুমি দা
আমি কাঁচকলা তুমি আদা,
তুমি তেজি আমি ম্যাদা,
আমি সাপ, তুমি বেজি যেন, বাপ!
তুমি হস্তিনী আমি ঘোটক॥
তুমি বঁটি আমি চিচিঙ্গে,
আমি চিল, পিছে তুমি ফিঙে,
আমি টিংটিঙে তুমি ডিংডিঙে!
আমি ভেতো বাঙালিটি, তুমি যেন বর্গি ঠগ॥
আমি দড়ি তুমি ক্ষুর,
তুমি সাপ আমি ন্যাজুড়,
তুমি মাফ, আমি কসুর
আমি ভাঙা ডোঙা কলার ভেলা,
তুমি খিদিরপুরি ডক॥
তুমি বড়শি আমি মাছ,
আমি মোম তুমি আগুন-আঁচ,
তুমি হিরে আমি কাচ,
তুমি আর জন্মে স্বামী হোয়ো,
আমায় দিয়ো পাদোদক॥
পূর্ববর্তী:
« তোমারে কী দিয়া পূজি ভগবান
« তোমারে কী দিয়া পূজি ভগবান
পরবর্তী:
তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে »
তোমায় কূলে তুলে বন্ধু আমি নামলাম জলে »
Leave a Reply