সিন্ধু মিশ্র – দাদরা
সাগর হতে চুরি ডাগর তব আঁখি
গভীর চাহনিতে করুণা মাখামাখি॥
শফরী সম তাহে ভাসিছে আঁখি-তারা,
তাহারই লোভে যেন উড়িছে ভুরু-পাখি॥
দুলে তরঙ্গ তাহে কভু ঘোর কভু ধীরে
আঁখির লীলা হেরি আঁখিতে আঁখি রাখি॥
ভীরু হরিণ চোখে অশনি হানো কেন,
শারাব-পিয়ালাতে জহর কেন সাকি ॥
আঁখির ঝিনুকে কবে ফিলবে প্রেম-মোতি,
ডুবিবে আঁখি-নীরে সেদিনের নাহি বাকি॥
Leave a Reply