খাম্বাজ মিশ্র – দাদরা
আমার শ্যামলা বরন বাংলা মায়ের
রূপ দেখে যা, আয় রে আয়।
গিরি-দরি-বনে মাঠে-প্রান্তরে রূপ ছাপিয়া যায়॥
ধানের খেতে বনের ফাঁকে
দেখে যা মোর কালো মাকে,
ধূলি-রাঙা পথের বাঁকে বৈরাগিণী বীণ বাজায়॥
ধূলি-রাঙা পথের বাঁকে বৈরাগিণী বীণ বাজায়॥
বিজন মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা খড় মাটি,
কাজল মেঘের ঝারি নিয়ে করুণা-বারি ছিটায়॥
কাজলা-দিঘির পদ্মফুলে যায় দেখা তার পদ্ম-মুখ,
খেলে বেড়ায় ডাকাত মেয়ে বনে লয়ে বাঘ ভালুক,
ঝড়ের সাথে নৃত্যে মাতে, বেদের সাথে সাপ নাচায়॥
নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন চুড়ি বাজে তার,
দাঁড়ায় সাঁঝের অলিন্দে সে টিপ পরে সন্ধ্যা তারার,
উষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোর বেলায়॥
হরিৎ শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে
ভাটিয়ালি গায় ভাটির স্রোতে, গায় বাউল মাঠের মাঝে,
গঙ্গা-তীরে শ্মশান-ঘাটে কেঁদে কভু বুক ভাসায়॥
Leave a Reply