ভীমপলশ্রী – কাওয়ালি
যে ব্যথায় এ অন্তর-তল হে প্রিয়
উঠিছে দুলে,
তারই ঢেউ এ সংগীতে মোর মুরছায়
সুরের কূলে॥
ভালোবাস তোমরা যারে
দুদিনে ভোলো গো তারে,
শরতের সজল কালো মেঘ কেঁদে যাও
নিমেষে ভুলে॥
আমার হৃদি যারে চায়
নিয়ে যায় তারে অমরায়,
পূজি তায় হে সুন্দর মোর, নিশিদিন
বাণী দেউলে॥
কঠিন পুরুষের মন
গলিয়া বহে গো যখন
বহে সে নদীর মতন চিরদিন,
রহে না ভুলে॥
Leave a Reply