আশাবরি – আদ্ধা কাওয়ালি
সখী ওই শোনো বাঁশি বাজে।
মন লাগে না গৃহ-কাজে॥
কত সুরে কত ছলে
বাঁশিতে সে কথা বলে,
মোর মন প্রাণ ছুটে চলে
যথা বাঁশি বাজে বন-মাঝে॥
এপারে ঘরে ননদি,
ওপারে যমুনা নদী,
কেঁদে মরি নিরবধি
যাইতে পারি না লাজে॥
সখী কেন সে বাঁশিতে সাধে
নিশিদিন রাধে রাধে,
প্রাণ গুমরি গুমরি কাঁদে
হৃদে এনে দে রাখাল-রাজে॥
Leave a Reply