মাঢ় – রূপক
সখী লো তায় আন ডেকে
যে গান গেয়ে যায় পথ দিয়ে।
সই দিব তারে কণ্ঠহার তার কণ্ঠেরই ওই সুর নিয়ে॥
কারুর পানে নাহি চায়
সে আপন মনে গেয়ে যায়,
হিয়া কাঁপে সুরের নেশায়,
নয়ন আসে মোর ঝিমিয়ে॥
সখি লো শুধিয়ে আয়
সে শিখিল এ গান কোথায়,
এত মধু তার গলায়
কাহার অধর-সুধা পিয়ে॥
যার গানে এত প্রাণ মাতায়
না জানি কি হয় দেখলে তায়,
তার সুর শুনে কেউ প্রাণ পায়
কেউ ফেলে লো প্রাণ হারিয়ে॥
Leave a Reply