পিলু – আদ্ধা কাওয়ালি
কে দুয়ারে এলে মোর তরুণ ভিখারি
কী যাচে ও আঁখি বুঝিতে যে নারি॥
হৃদি প্রাণ মন
বিভব রতন
ডারিনু চরণে, লহো পথচারী॥
দুয়ারে মোর নিতি গেয়ে যাও যে গীতি
নিশিদিন বুকে বেঁধে তারইস্মৃতি,
কী দিয়ে ব্যথা নিবারিতে পারি॥
মিলন বিরহ
যা চাও প্রিয় লহো,
দাও ভিখারিনি-বেশ
দাও ব্যথা অসহ,
মোর নয়নে দাও তব নয়ন-বারি॥
Leave a Reply