দুর্গা-মান্দ – দাদরা
কত সে জনম কত সে লোক
পার হয়ে এলে হে প্রিয় মোর।
নিভে গেছে কত তপন চাঁদ
তোমারে খুঁজিয়া হে মনোচোর॥
কত গ্রহে, প্রিয়, কত তারায়
তোমারে খুঁজিয়া ফিরেছি, হায়!
চাহো এ নয়নে, হেরিবে তায়
সে দূর স্মৃতির স্বপন-ঘোর॥
হারাই হারাই ভয় সদাই
বুকে পেয়ে বুক কাঁপে গো তাই,
বারে বারে মালা গাঁথিতে চাই
বারে বারে ছিঁড়ে মিলন-ডোর॥
মিলনের ক্ষণ স্বপন প্রায়
হে প্রিয়, চকিতে মিলায়ে যায়,
শুকাল না মোর আঁখি-পাতায়
চির-অভিশাপ নয়ন-লোর॥
আজও অপূর্ণ কত সে সাধ,
অভিমানী, তাহে সেধো না বাদ!
না মিটিতে সাধ, স্বপন-চাঁদ,
মিলনের নিশি কোরো না ভোর॥
Leave a Reply