পিলু – কারফা
প্রিয় তুমি কোথায় আজি কত সে দূর।
প্রাণ কাঁদে ব্যথায় বিরহ-বিধুর॥
স্বপন-কুমারী, স্বপনে এসে
মিশাইলে কোন ঘুমের দেশে,
তড়িৎ-শিখা ক্ষণিক হেসে
লুকালে মেঘে আঁধারি হৃদি-পুর॥
আপনা নিয়ে ছিনু একেলা,
কেন সে কূলে ভিড়ালে ভেলা
জীবন নিয়ে মরণ-খেলা
খেলিতে কেন আসিলে নিঠুর॥
উষার গাঙে গাহন করি
দাঁড়ালে নভে রঙের পরি,
প্রেমের অরুণ উদিল যবে
মিশালে নভে, হে লীলা-চতুর॥
ছিনু অচেতন বেদনা পিয়ে
জাগালে সোনার পরশ দিয়ে,
জাগিনু যখন ভেঙেছে স্বপন
প্রিয় তুমি নাই ঝুরিতেছে সুর॥
কাঁদি মোরা আজ একূল ওকূল
মাঝে বহে স্রোতে বিরহ বিপুল
নাহি পারাপার, বেদনা-বিথার
কাঁদন-পাথার লুটায় ব্যথাতুর॥
Leave a Reply