নিরজন ফুলবন, এসো পিয়া
রহি রহি বোলে কোয়েলিয়া।
পথ পানে চাহি
নাহি নিঁদ নাহি,
ঝরা ফুল জড়ায়ে ঝুরে হিয়া॥
পূর্ববর্তী:
« নিম ফুলের মউ পিয়ে
« নিম ফুলের মউ পিয়ে
পরবর্তী:
নিরালা কানন-পথে কে তুমি চল একেলা »
নিরালা কানন-পথে কে তুমি চল একেলা »
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply