মেঘলা নিশি-ভোরে
মন যে কেমন করে,
তারই তরে গো, মেঘবরন যার কেশ।
বুঝি তাহারই লাগি
হয়েছে বৈরাগী
গেরুয়া-রাঙা গিরিমাটির দেশ॥
মৌরি ফুলের খেতে, মৌমাছি ওঠে মেতে,
এলিয়েছিল কেশ কি গো তার এই পথে সে যেতে।
তার ডাগর চোখের ঝিলিক লেগে রাত হয়েছে শেষ (গো)॥
শিরীষ পাতায় ঝিরিঝিরি, বাজে নূপুর তারই,
সোনার ডালে দোলে তাহার কামরাঙা-রং শাড়ি।
হয়েছে মন ভিখারি–
মন শিকারি আমি
উঠি পাহাড় চূড়ায়–
ঝরনা-জলে নামি,
কালো পাথর দেখে জাগে কার চোখের আবেশ (গো)॥
পূর্ববর্তী:
« মেঘ-মেদুর বরষার কোথা তুমি
« মেঘ-মেদুর বরষার কোথা তুমি
পরবর্তী:
মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা »
মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা »
Leave a Reply