শোক দিয়েছ তুমি হে নাথ, তুমি এ প্রাণে শান্তি দাও!
দুখ দিয়ে কাঁদালে যদি তুমি হে নাথ সে দুখ ভোলাও!
যে হাত দিয়ে হানলে আঘাত
(তুমি) অশ্রু মোছাও সেই হাতে নাথ,
বুকের মানিক হরলে যার–
তারে তোমার শীতল বক্ষে নাও॥
তোমার যে চরণ প্রলয় ঘটায়
সেই চরণ কমল ফোটায়।
শূন্য করলে তুমি যে বুক
সেথা তুমি এসে বুক জুড়াও॥
পূর্ববর্তী:
« শেষ হল মোর এ জীবনে ফুল ফোটাবার পালা
« শেষ হল মোর এ জীবনে ফুল ফোটাবার পালা
পরবর্তী:
শোনে লো বাঁশিতে »
শোনে লো বাঁশিতে »
Leave a Reply