রাঙা মাটির পথে লো মাদল বাজে
বাজে বাঁশের বাঁশি।
বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো,
রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।
মাদলিয়ার তালে তালে অঙ্গ ওঠে দুলে,
দোল লাগে শাল-পিয়াল বনে নোটন খোঁপার ফুলে।
মহুয়া বনে লুটিয়ে পড়ে মাতাল চাঁদের হাসি লো॥
চোখে ভালো লাগে যাকে–
তাকে দেখব পথের বাঁকে,
তার চাঁচর কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল,
তার গলার মালার কুসুম কেড়ে করব কানের দুল।
তারে নাচের তালে ইশারাতে বলব ভালোবাসি লো॥
পূর্ববর্তী:
« রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়
« রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়
পরবর্তী:
রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে »
রাজার দুলালি জুলেখা আজিও কাঁদে »
Leave a Reply