স্বপ্নে দেখি একটি নতুন ঘর!
তুমি আমি দু-জন প্রিয়, তুমি আমি দু-জন।
বাহিরে বকুল-বনে কুহু পাপিয়ায়
করে কুজন।
আবেশে ঢুলি ফুল-শয্যায় শুই
মুখ টিপে হাসে মল্লিকা জুঁই,
কানে কানে গানে গানে কহে, ‘চিনেছি উতল সমীরণ॥’
পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর চঞ্চল, ওরা দুজন!
প্রেম জ্যোতি আনন্দ অবিরল ছলছল ওরা দুজন!
মৌমাছি কয় গুনগুন গান গাই
মুখোমুখি দুজনে সেইখানে যাই,
শারদীয়া শেফালি গায়ে পড়ে কয়–
‘ব্রজের মধুবন এই তো ব্রজের মধুবন।’
পূর্ববর্তী:
« স্বপনে দেখেছি ভারত-জননী
« স্বপনে দেখেছি ভারত-জননী
Leave a Reply