মোর প্রিয়া হবে, এসো রানি,
দেব খোঁপায় তারার ফুল।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির
চৈতি চাঁদের দুল॥
কন্ঠে তোমার পরাব বালিকা
হংস-সারির দুলানো মালিকা
বিজলি-জরিন ফিতায় বাঁধিব
মেঘ-রং এলোচুল॥
জ্যোৎস্নার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি
আলতা পরাব পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব প্রিয়া,
তোমারে ঘিরিয়া গাহিবে আমার
কবিতার বুলবুল॥
পূর্ববর্তী:
« মোর পুষ্প-পাগল মধবী কুঞ্জে
« মোর পুষ্প-পাগল মধবী কুঞ্জে
পরবর্তী:
মোর বুক-ভরা ছিল আশা »
মোর বুক-ভরা ছিল আশা »
Leave a Reply