বেদিয়া বেদিনি ছুটে আয় আয় আয় আয়।
ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
বাঁশিতে পরান মাতায়॥
দলে দলে নেচে নেচে আয় চলে
আকাশের শামিয়ানা তলে
বর্শা তির ধনুক ফেলে আয় আয় রে
হাড়ের নূপুর পরে পায়॥
বাঘ-ছাল পরে আয় হৃদয়-বনের শিকারি
ঘাঘরা পরে, পরে পলার মালা
আয় বেদের নারী।
মহুয়ার মউ নিয়ে ধুতুরা ফুলের পিয়ালায়
আয় আয় আয়॥
পূর্ববর্তী:
« বেণুকা ওকে বাজায় মহুয়া-বনে
« বেণুকা ওকে বাজায় মহুয়া-বনে
পরবর্তী:
বেলা পড়ে এল জলকে সই চল চল »
বেলা পড়ে এল জলকে সই চল চল »
Leave a Reply