তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদের হেরিয়া কাঁদে চকোরিণী, বলে না তো কিছু চাঁদ॥
চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি ঝুরে চাতকিনি, মেঘ করে না তো প্রতিবাদ॥
জানে সূর্যেরে পাবে না, তবুও অবুঝ সূর্যমুখী
চেয়ে চেয়ে দেখে তার দেবতাকে, দেখিয়াই সে যে সুখী॥
হেরিতে তোমার রূপ মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ॥
পূর্ববর্তী:
« তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
« তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
পরবর্তী:
তুমিই দিলে দুঃখ অভাব তুমিই করো ত্রাণ »
তুমিই দিলে দুঃখ অভাব তুমিই করো ত্রাণ »
Leave a Reply