কাবেরী নদী-জলে কে গো বালিকা
আনমনে ভাসাও চম্পা শেফালিকা
প্রভাত-সিনানে আসি আলসে
কঙ্কণ-তাল হানো কলসে,
খেলে সমীরণ লয়ে কবরীর মালিকা॥
দিগন্তে অনুরাগে নবারুণ জাগে
তব জল ঢলঢল করুণা মাগে।
ঝিলম রেবা নদী তীরে
মেঘদূত বুঝি খুঁজে ফিরে
তোমারই তন্বী শ্যামা কর্ণাটিকা॥
পূর্ববর্তী:
« কাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায়
« কাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায়
পরবর্তী:
কার মঞ্জীর রিনিঝিনি বাজে »
কার মঞ্জীর রিনিঝিনি বাজে »
পার্থ মন্ডল
খুব খুশি হলাম এই পেজ এবং সাইট টি পেয়ে