আমি পুরব দেশের পুরনারী
গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি।
পদ্মাকূলের আমি পদ্মিনী বঁধু গো,
এনেছি শাপলা পদ্মের মধু গো
ঘন বনছায়ার শ্যামলী মায়ায়
শান্তি আনিয়াছি ভরি হেমঝারি॥
আমি শঙ্খনগর হতে আনিয়াছি শাঁখা, অভয়শঙ্খ
ঝিল ছেনে এনেছি সুনীল কাজল গো
বিল ছেনে এনেছি চন্দনপঙ্ক।
এনেছি শত ব্রত পার্বণ উৎসব
এনেছি সারস হংসের কলরব
এনেছি, নব আশা উষার সিন্দূর
মেঘ-ডম্বরু সাথে মেঘডুমুর শাড়ি॥
পূর্ববর্তী:
« আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা বলে
« আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা বলে
পরবর্তী:
আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর »
আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর »
Leave a Reply