যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে।
ভাঙবে সভা, বসব একা রেবা-নদীর তীরে–
তখন এসো ফিরে॥
গীত শেষে গগন-তলে
শ্রান্ত তনু পড়বে ঢলে
ভালো যখন লাগবে না আর সুরের সারেঙ্গিরে
তখন এসো ফিরে॥
মোর কন্ঠের জয়ের মালা তোমার গলায় নিয়ো
ক্লান্তি আমার ভুলিয়ে দিয়ো, প্রিয় হে মোর প্রিয়।
ঘুমাই যদি কাছে ডেকো
হাতখানি মোর হাতে রেখো
জেগে যখন খুঁজব তোমায় আকুল অশ্রুনীরে–
তখন এসো ফিরে॥
পূর্ববর্তী:
« যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
« যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
পরবর্তী:
যদি শালের বন হত শালার বোন »
যদি শালের বন হত শালার বোন »
Leave a Reply