রেশমি রুমালে কবরী বাঁধি
নাচিছে আরবি নটিনি বাঁদি॥
বেদুইন সুরে বাঁশি বাজে
রহিয়া রহিয়া তাঁবু-মাঝে সুদুরে
সে সুরে চাহে বোরখা তুলিয়া শাহাজাদি॥
যৌবন-সুন্দর নোটন কবুতর
নাচিছে মরু-নটী
গাল যেন গোলাপ, কেশ যেন খেজুর-কাঁদি॥
চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়,
দেহের দোলায় রং ঝরে যায়, ঝরঝর
ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁখি॥
পূর্ববর্তী:
« রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
« রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
পরবর্তী:
রোদনে তোর বোধন বাজে »
রোদনে তোর বোধন বাজে »
Leave a Reply