এবার যখন উঠিবে সন্ধ্যাতারা – সাঁঝ আকাশে
দেখতে পাবে দুটি নতুন তারা – তাহার পাশে॥
চেয়ে দেখো ভালো করে
কার দুটি চোখ যেন মরে
তারা হয়ে ধরার পানে চাহে
তোমার আঁখি দেখার আশে॥
যে দুটি চোখ নিত্য লোকের মাঝে
তোমায় দিত লাজ
পড়বে মনে গো –
সেই দুটি চোখ চিরতরে এই পৃথিবী হতে –
হারিয়ে গেছে আজ।
পায়নি গো, তাই অভিমানে
চলে গেছে দূর বিমানে
(দেখো) সেদিন যেন আজের মতো চাইতে ওদের পানে
দ্বিধা নাহি আসে॥
পূর্ববর্তী:
« এবার নবীন মন্ত্রে হবে
« এবার নবীন মন্ত্রে হবে
পরবর্তী:
এল ওই বনান্তে পাগল বসন্ত »
এল ওই বনান্তে পাগল বসন্ত »
Leave a Reply