সবার কথা কইলে কবি, নিজের কথা কহো।
(কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ।
নিজের কথা কহো॥
কে তোমারে হানল হেলা, কবি?
সুরে সুরে আঁক কি গো সেই বেদনার ছবি
কার বিরহ রক্ত ঝরায় বক্ষে অহরহ–
নিজের কথা কহো॥
(কোন) ছন্দোময়ীর ছন্দ দোলে তোমার গানে গানে
তোমার সুরের স্রোত বয়ে যায় কাহার প্রেমের টানে গো
কাহার চরণ পানে?
কাহার গলায় ঠাঁই পেল না বলে
(তব) কথার মালা ব্যথার মতো প্রতি হিয়ায় দোলে।
(তোমার) হাসিতে যে বাঁশি বাজে, সে তো তুমি নহ
নিজের কথা কহো॥
পূর্ববর্তী:
« সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
« সন্ধ্যামালতী যবে ফুলবনে ঝুরে
পরবর্তী:
সবুজ শোভার ঢেউ খেলে যায় »
সবুজ শোভার ঢেউ খেলে যায় »
Leave a Reply