ভাটিয়ালি কাহারবা
তোর রূপে সই গাহন করি জুড়িয়ে গেল গা।
তোর গাঁয়েরই নদীর ঘাটে বাঁধলাম এ মোর না॥
তোর চরণের আলতা লেগে
পরান আমার উঠল রেঙে,
তোর বাউরি-কেশের বিনুনিতে জড়িয়ে গেল পা॥
তোর বাঁকা ভুরু বাঁকা আঁখি বাঁকা চলন, সই,
দেখে পটে-আঁকা-ছবির মতন দাঁড়িয়ে পথে রই।
উড়ে এলি দেশান্তরী
তুই কি ডানাকাটা পরি?
তুই শুকতারাই সতিনি সই, সন্ধ্যাতারার জা॥
Leave a Reply