মালকোষ মিশ্র দাদরা
রাত্রিশেষের যাত্রী আমি
যাই চলে যাই একা।
শুকতারাতে রইল আমার
চোখের জলের লেখা॥
ফোটার আগে ঝরল যে ফুল
সঙ্গী আমার সেই সে মুকুল,
ছায়াপথে জাগে আমার
বিদায়-পদ-রেখা॥
অনেক ছিল আশা আমার
অনেক ছিল সাধ
ব্যর্থ হল না পেয়ে কার
আঁখির পরসাদ।
অনেক রাতে ঘুমের ঘোরে
এসো না আর খুঁজতে মোরে,
তারার দেশে চন্দ্রলোকে
হবে আবার দেখা॥
Leave a Reply