হৈমন্তী তেওড়া
উত্তরীয় লুটায় আমার –
ধানের খেতে হিমেল হাওয়ায়।
আমার চাওয়া জড়িয়ে আছে
নীল আকাশের সুনীল চাওয়ায়॥
ভাঁটির শীর্ণা নদীর কূলে
আমার রবি-ফসল দুলে,
নবান্নেরই সুঘ্রাণে মোর
চাষির মুখে টপ্পা গাওয়ায়॥
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply