(শরৎ)
রামকেলি কাহারবা
মম আগমনে বাজে আগমনির সানাই।
সহসা প্রভাতে ‘আমি এসেছি’ জানাই॥
আমি আনি দেশে দশভুজার পূজা,
কোজাগরি নিশি জাগি আমি অনুজা।
বুকে শাপলা কমল –
মালা দোলে টলমল,
আমি পরদেশি বন্ধুরে স্বদেশে আনাই॥
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply